সর্বশেষ

স্পিকারের সঙ্গে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ :


/ ছবি: বাসস /

২৪খবরবিডি: 'জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির ছয় সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।'

'ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন হেইডি হাউটালা। দলের অন্য সদস্যরা হলেন- ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো, সভেন সাইমন, আজনেস জোঙ্গেরিয়াস, জর্দি কানাস পেরেজ এবং ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। -সাক্ষাৎকালে তাঁরা ব্যবসা-বাণিজ্য, জিএসপি সুবিধা, বাংলাদেশ শ্রম আইন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, তৈরি পোশাক শিল্প, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।'

'স্পিকার শিশু শ্রমকে দারিদ্র্যের সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। দরিদ্র পরিবারের মায়েদের মোবাইলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রেরণ, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। ফলে শিশু শ্রমও কমে এসেছে। -তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের ৮০ শতাংশ নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।'

 -এ সময় স্পিকার ইউরোপীয় পার্লামেন ্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্যদের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আন্তরিক ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানান। স্পিকার বলেন, জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। একাদশ জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব হচ্ছে ২১ শতাংশ। জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য বুধবারে আধঘণ্টা প্রশ্নোত্তর নির্ধারিত রয়েছে, যেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা বেশি সুযোগ পান বলে তিনি উল্লেখ করেন।

স্পিকারের সঙ্গে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সাক্ষাৎ

'প্রতিনিধিদলের সদস্যরা স্পিকারের কাছ থেকে শ্রম আইন সংশোধন, শিশু শ্রম, শিশু অধিকার এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিষয়ে আন্তরিকভাবে পাশে থাকবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন।'

-সাক্ষাৎকালে ইউরোপীয় পার্লামেন্ট এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত