প্রকাশ :
২৪খবরবিডি: 'পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির অবৈধ বিয়ের মামলায় সাজা থেকে অব্যাহতি চেয়ে করা আপিল খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও সেশন আদালত এই রায় দিয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন। তার কয়েক মাস পরেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু অন্যান্য সাবেক প্রধানমন্ত্রীদের মতো তিনিও মেয়াদ শেষ করতে পারেননি। ২০২২ সালের ১০ এপ্রিল বিরোধী এমপিদের অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন, তখনও তার মেয়াদের দেড় বছরের বেশি সময় বাকি ছিল।' ইমরান ও বুশরার বিয়ের পর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা এই বিয়ে অবৈধ দাবি করে মামলা করেন।'
'এই রায় বাতিলের জন্য ইমরান খানের আইনজীবীরা ইসলামাবাদের জেলা ও সেশন আদালতে আপিল করেন। আজ বিচারক আফজাল মাজোকা এই আপিল খারিজ করে দেন। রায় ঘোষণার পর ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হতাশা প্রকাশ করেছে।
'ইমরান খানের অবৈধ বিয়ের মামলায় আপিল খারিজ'
দলের মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি এই রায়কে 'হাস্যকর' ও 'রাজনৈতিক পক্ষপাতদুষ্ট' উল্লেখ করে বলেন, আজ পাকিস্তানের বিচারব্যবস্থার জন্য একটি কালো দিন। ক্ষমতাবানরা যখন বিচারব্যবস্থাকে তাদের স্বার্থে ব্যবহার করে, তখন দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ে।'-জিও