সর্বশেষ

'ফারুকীর অনন্য রেকর্ড সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে'

প্রকাশ :


/ ফজলহক ফারুকী /

২৪খবরবিডি: 'নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো যে কোনও ফরম্যাটের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হতে হয়েছে রশিদ খানের দলকে। তবে দল ব্যর্থ হলেও এক আসরে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে পেসার ফজলহক ফারুকী অনন্য এক রেকর্ড গড়েছেন। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচটি দিয়েই ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড স্পর্শ করেছিলেন ফারুকী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে একমাত্র উইকেটটি নিয়ে লঙ্কান লেগস্পিনারকে ছাড়িয়ে যান তিনি। ২০২১ বিশ্বকাপে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৬ উইকেট নিয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল হাসারাঙ্গার।'
 

'টুর্নামেন্টের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন ফারুকী। মাত্র ৯ রান দেন ওই ম্যাচে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে নেন ৪ উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬ রান খরচায় ৩ উইকেট পান। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনও উইকেটের দেখা পাননি তিনি। তবে সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের
'ফারুকীর অনন্য রেকর্ড সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে'
ম্যাচে উইকেটশূন্য থাকলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১৫ রানে খরচায় নেন একটি উইকেট। সেমিফাইনালে নিজেদের শেষ ম্যাচে ১১ রানে ১ উইকেট নিয়ে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন। আর তাতেই এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য কীর্তিও গড়ে ফেলেন আফগান এই পেসার। ফারুকীর এই কীর্তি ছাপিয়ে যেতে পারেন ভারতের আর্শদীপ সিং। ১৫ উইকেট নিয়ে চলতি আসরে দ্বিতীয় শীর্ষ বোলার তিনি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত