সর্বশেষ

সংসদীয় কমিটির বৈঠকে সাভার ট্যানারি বন্ধে বিদ্যুৎ বিচ্ছিন্নের সুপারিশ

প্রকাশ :


২৪খবরবিডি: 'মাত্রাতিরিক্ত দূষণের দায়ে সাভার ট্যানারি শিল্প বন্ধ করতে সংসদীয় কমিটি একাধিকবার সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ রোববার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুৎ বিচ্ছিন্নের সুপারিশ করা হয়েছে।'

-সংসদীয় কমিটি বলছে- বন ও পরিবেশ মন্ত্রণালয় হয়তো শিল্প মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রতবোধ করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমন মন্তব্য করেন।

'সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার।'

'ট্যানারি শিল্প এলাকায় ধলেশ্বরী নদীর পানি পরীক্ষা করে সেখানে মাছসহ জলজ প্রাণীর জন্য প্রয়োজনীয় অপিজেনের ঘাটতি ও মাত্রাতিরিক্ত মেটাল ক্রমিয়ামের অস্তিত্ব থাকার কথা সংসদীয় কমিটিকে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
কমিটির সভাপতি এ বিষয়ে বলেন, সাধারণত মাছসহ জলজ প্রাণীর বসবাসের উপযোগিতার জন্য পানিতে প্রতি লিটারে ২০০ মিলিগ্রাম অপিজেন থাকার কথা।

সংসদীয় কমিটির বৈঠকে সাভার ট্যানারি বন্ধে বিদ্যুৎ বিচ্ছিন্নের সুপারিশ

< p style="text-align:justify">কিন্তু ধলেশ্বরী নদীতে তার তুলনায় দুই থেকে আড়াই গুণ কম অপিজেন আছে। বিপরীতে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতিকর মেটাল ক্রমিয়ামের সহনীয় মাত্রা প্রতি লিটারে দুই মিলিগ্রাম। কিন্তু ধলেশ্বরী নদীতে সেটা রয়েছে ৫ থেকে ৭ মিলিগ্রাম।'

-তিনি জানান, শিল্প মন্ত্রণালয় আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে অপিজেনের মাত্রা বাড়ানো ও ক্রমিয়াম কমিয়ে আনার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ব্যর্থ হলে এর জন্য দায়ী ইউনিটগুলো চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে।

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত