প্রকাশ :
২৪খবর বিডি: 'সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শনিবার সাদরা দরবার শরীফে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সাদরা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাতের ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অন্যদিকে সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজের ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।'
'পীর শাইখ মো. আরিফ চৌধুরী জানান, এই দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন।'
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ আজ
-জানা গেছে, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আ জহা পালনের নিয়ম চালু করেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে ১৯২৮ সাল থেকে একদিন আগে এ প্রথা চালু করলেও এখন ৪০টি গ্রামের মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।