প্রকাশ :
২৪খবর বিডি: 'পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আকাশে হেলিকপ্টার, সেতুর দুই প্রান্তে স্পেশাল কমান্ডো টিমসহ উদ্বোধনস্থল এবং আশপাশের এলাকাজুড়ে থাকবে র্যাবের কড়া পাহারা। '
-বুধবার (২২ জুন) বেলা ৩টার দিকে জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে আয়োজিত এক প্রেসব্রিফিং তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন র্যাব মহাপরিচালক
-তিনি আরও বলেন,‘অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল, অবজারভেশন ফোর্স থাকবে সার্বক্ষণিক। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট থাকছে।
পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে‘আকাশে হেলিকপ্টার, সেতুর দুই পাড়ে কমান্ডো টিম’
'আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’
'র্যাবের মহাপরিচালক বলেন, ‘সেতুর দুই প্রান্তে র্যাবের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে।'
-এসব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেতুর দুই প্রান্তেই র্যাবের মেডিক্যাল টিম থাকবে বলে জানান তিনি।
'এ সময় র্যাবের বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। '