সর্বশেষ

'ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলে বহন করা যাবে না মাংস'

প্রকাশ :


/ মেট্রোরেল /

২৪খবরবিডি: 'আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা নিষেধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান। তিনি বলেন, মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যেসব বিধিনিষেধ আগে রয়েছে, সেসবও বহাল থাকবে।'
 

'এ ছাড়া ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনও ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ।
'ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলে বহন করা যাবে না মাংস'
পানির বোতল বহন করলে তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ। এ ছাড়া আগে থেকে বিধিনিষেধের সব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত