প্রকাশ :
২৪খবরবিডি: 'শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারা দেশে একযোগে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগেরদিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে। ভোটের দুই দিন আগে থেকেই বিভিন্ন যানবাহনের পাশাপাশি কয়েকটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) সারা দিন দেশের বিভিন্ন অঞ্চলে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার বাদে বাকি সব নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে।
'ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোট গ্রহণের কাজে আট লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবেন। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবেন এক লাখ কর্মকর্তা-কর্মচারী। তিন হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক মাঠে থাকছেন। তারা যেকোনও অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন। এবার ভোটে রিটার্নিং অফিসার হিসেবে ৬৬ জন দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুই জন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন জেলা প্রশাসক।
'শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ'
এবার নির্বাচন দেখার জন্য ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ৭৬ জন সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ১২৬ বিদেশি পর্যবেক্ষকের মধ্যে ১২৬ জন এসেছেন স্ব-উদ্যোগে। আর নির্বাচন কমিশনের আমন্ত্রণে এসেছেন ৩২ জন। বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও তাদের প্রতিনিধি এসেছেন ১৮ জন। নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক ২০ হাজার ৭৭৩ জন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।'