/ আগুনে পুড়ে যাওয়া বাস /
২৪খবরবিডি: 'চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির নামে বাসের এক স্টাফ আহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। বাসের মালিক শম্ভু চন্দ্র ঘোষ জানান, নির্বাচনের কাজে ব্যবহারের জন্য পাঁচ দিন আগে পুলিশ গাড়িটি রিকুইজিশন করে। শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ সদস্যদের পরিবহনের পর গাড়িটি চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়।'
'গত রাতে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেয়। এ সময় গাড়িতে থাকা চালক লাফিয়ে নামতে পারলেও এক স্টাফ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর মডেল
'চাঁদপুরে পুলিশের ভাড়া করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা'
থানার ওসি মোহাম্মদ মহসিন কোনও মন্তব্য করেননি। এদিকে পুলিশের কাছে দেওয়া এক বক্তব্যে বাসের চালক ফারুক বলছেন, মশার কয়েল থেকে কাঁথায় আগুন লাগে। এ থেকেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।