প্রকাশ :
২৪খবরবিডি: 'এবারের নির্বাচনে অতিরিক্ত নাশকতা, আতঙ্ক ও শঙ্কা তৈরির এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক কথা বলেন তিনি। এর আগে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। হাবিবুর রহমান বলেন, একটি বা দুইটি রাজনৈতিক দলের প্রোগ্রামকে সামনে রেখে এমন নাশকতার পরিবেশ হয়েছে।'
'সকালে
ব্যালট পেপার কেন্দ্রে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশে কোনো আপত্তি আছে কি না— জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে তারা সবাই এটি মেনে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট জিনিস আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। কেবল ব্যালট পেপারটি সকালবেলা পৌঁছানো হবে। সেজন্য নির্বাচন
'দুইটি রাজনৈতিক দলের প্রোগ্রামকে সামনে রেখে নাশকতার পরিবেশ হয়েছে': ডিএমপি কমিশনার
কমিশন কিছু গ্রাউন্ড ড্রাফট করেছে। কিছু উপনির্বাচন হয়েছে সেখানে তারা এই পরীক্ষাগুলো চালিয়েছে। পাহাড়ি অঞ্চল হাওর অঞ্চল এই সমস্ত প্রতিকূল এলাকার বিষয়ে আলাদা ডিসিশন রয়েছে। সেই ভাবেই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সামনে যে ভোট যুদ্ধ সেটি সফল হবে।'