সর্বশেষ

'এবার বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বর্তমান সরকারকে এখন থেকে আর কোনও সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়েছে দলটি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি।'
 

'এ সময় মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ
'এবার বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক'
বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। ব্যাংক খাতের মাধ্যমে সরকার অর্থ লুটপাটের কারণে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবার আহ্বান জানান বিএনপি এই জ্যেষ্ঠ নেতা। আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্ মসূচি দেওয়া হয়েছে বলে জানান রিজভী।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত