সর্বশেষ

'সংসদ নির্বাচনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন'

প্রকাশ :


২৪খবরবিডি: 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটের পরের দুইদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তা উল্লেখ করা হয়েছে।'
 

'ওই আদেশের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবর অনুলিপি পাঠানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর জ্যেষ্ঠ সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৩ জন সদস্যকে মনোনয়ন প্রদানপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হলো।'
< p style="text-align:justify">
'নির্বাচন কমিশন সচিবালয় তথ্য প্রযুক্তি অনুবিভাগ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) দুই সিস্টেম ম্যানেজারকে বদলি করে অফিস আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য প্রযুক্তি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার

'সংসদ নির্বাচনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন'

মো. রফিকুল হককে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি অধিশাখায় সিস্টেম ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে। আর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি অধিশাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য প্রযুক্তি অনুবিভাগে বদলি করা হয়েছে।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত