সর্বশেষ

'রাজধানীবাসীর জন্য বিজয় দিবসে চলবে মেট্রোরেল'

প্রকাশ :


/ মেট্রোরেলের / ফাইল ছবি

২৪খবরবিডি: 'বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করবে। এদিন নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা মেট্রোরেলে করে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এবারের বিজয় দিবসে রাজধানীবাসীর জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে মেট্রোরেলের চালু হওয়া নতুন দুটি স্টেশন। বুধবার (১৩ ডিসেম্বর) মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে বিজয় দিবসের ছুটিতে বিজয় সরণি এলাকায় থাকা চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সহজে দর্শনার্থীরা আসতে পারবেন।'
 

'এছাড়া ঢাবি স্টেশনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহজে পৌঁছাতে পারবেন রাজধানীবাসী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন
'রাজধানীবাসীর জন্য বিজয় দিবসে চলবে মেট্রোরেল'
ব্যতীত অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সকাল সা ড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত