সর্বশেষ

'সব ধরনের সভা-সমাবেশ বন্ধ নির্বাচনি প্রচারণা ছাড়া': ইসি

প্রকাশ :


/ ফাইল ছবি /

২৪খবরবিডি: 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।'
 

'চিঠিতে ইসি জানায়, ১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন, এ ধরনের কোনও প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনও প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়। ফলে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনও প্রকার সভা, সমাবেশ বা অন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।'


'জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার জন্য বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধা রসহ ভোটকেন্দ্র দখলকারীদের নজরদারি করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে তৃণমূল বিএনপি। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা এক চিঠিতে এ আবেদন জানানো হয়। তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার স্বাক্ষরিত

'সব ধরনের সভা-সমাবেশ বন্ধ নির্বাচনি প্রচারণা ছাড়া': ইসি

চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে সব ধরনের বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারী চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন পর্যন্ত নজরদারিতে রাখার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, তৃণমূল বিএনপি দেশের বিভিন্ন আসন থেকে ১৫১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। যার মধ্যে ১৩৯টি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত