সর্বশেষ

'অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ ইতিমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করেছে': আইজিপি

প্রকাশ :


/ বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি/ ছবি : সংগৃহীত

২৪খবরবিডি: 'অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতিমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেড় শ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। আমরা এর মধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করেছি।'
 

'আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইকুইপমেন্টও আছে। আমরা আমাদের জনবল নিয়ে প্রস্তুত। ইতিমধ্যে নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা পালন করছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি।'


'ইতিপূর্বে সফলভাবে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি, আগামী দিনেও যেকো নো চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।

'অবাধ, সুষ্ঠু  নির্বাচনের জন্য পুলিশ ইতিমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করেছে': আইজিপি

আপনারা জানেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে নাশকতা করা হচ্ছে। পুলিশের সামনে দাঁড়ানোর সাহস নাশকতাকারীদের আছে বলে মনে করি না। আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে। যেকোনো নাশকতা মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত