সর্বশেষ

'আদম তমিজী হককে রিহ্যাবে পাঠানো হয়েছে ,পরবর্তী ব্যবস্থা প্রতিবেদন অনুযায়ী'

প্রকাশ :


/ মোহাম্মদ হারুন অর রশীদ /

২৪খবরবিডি: 'রাজধানীর গুলশানের একটি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে হক গ্রুপের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা আদম তমিজী হককে। মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের তত্ত্বাবধানে তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।'
 

'তিনি বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে রমনা থানায় একটি মামলায়। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৯ ডিসেম্বর) আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসংলগ্ন কথা বলেছেন। যে দেশে খেয়ে-পরে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন, তাকে উদ্ধারের জন্য। একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন। আদম তমিজী হকের অনেক সমস্যা রয়েছে মন্তব্য করে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তার কথা শুনে মনে হয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।'


'আসলেই মানসিক সমস্যা আছে কিনা আমরা জানি না। তার এমনিতে অনেক সমস্যা আছে। তিনি অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরেন, আ রেক বউকে ছাড়েন– এমন পারিবারিক সমস্যা রয়েছে। মহানগর গোয়েন্দা প্রধান বলেন, তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, সে কারণে আমরা তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও

'আদম তমিজী হককে রিহ্যাবে পাঠানো হয়েছে ,পরবর্তী ব্যবস্থা প্রতিবেদন অনুযায়ী'

মাদকাসক্তের চিকিৎসকরা রয়েছেন, তারা পরীক্ষা করছেন। তিনি বলেন, তমিজী যদি মানসিকভাবে ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। তিনি বিভিন্ন কার্যক্রম কেন করেছেন, বা তার পেছনে কারা রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে সাইকলোজিক্যালি ইমব্যালেন্স বলেন তাহলে কিছু করার নাই।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত