সর্বশেষ

'রাজধানীর মহাখালীর বিস্ফোরণে দগ্ধদের দেখতে যান আরাফাত'

প্রকাশ :


২৪খবরবিডি: 'রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন ঢাকা-১৭ আসনের এমপি মো. এ আরাফাত। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তিনি। মো. এ আরাফাত বলেন, আমি ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। আমি সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছিলাম। আজ আমি আবার দগ্ধদের দেখতে এবং স্বজনদের খোঁজখবর নেওয়ার জন্য বার্ন ইনস্টিটিউটে এসেছি।'
 

'দগ্ধদের স্বজনদের কাছে তিনি জানতে চান মালিকপক্ষ খোঁজ নিয়েছিল কি না— সে বিষয়ে স্বজনরা জানান, একজন মালিক ও তার স্ত্রী এখানে এসেছিল কিন্তু তারা আমাদের কোনো আশ্বস্ত বা কোনো কিছু বলেননি। মো. এ আরাফাত স্বজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না আমি আছি, আপনাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় এবং চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করার জন‍্য আমি অলরেডি নির্দেশ দিয়েছি। আমি থানা পুলিশকে নির্দেশ দিয়েছি এখানে তাদের সেফটি কোনো ব্যবস্থা ছিল কি না এবং কর্তৃপক্ষের কোনা গাফিলতি ছিল কি না সেটির খতিয়ে দেখতে বলেছি। যদিও এটি আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এসময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, আপনারা জানেন যে ১৫ শতাংশের উপরে পুড়লে তাকে আমরা শঙ্কামুক্ত বল তে পারি না।'


'এদের মধ্যে একজন মারা গেছেন এবং একজন চিকিৎসা শেষে চলে গেছেন বাকি ছয়জনের শ্বাসনালী পুড়ে গেছে। চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইভ সাপোর্টে আছে এবং দুজন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছে। এসময় আরও উপস্থিত ছিলেন— শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আওয়াল, ডা এস এম আইউব হোসেন,

'রাজধানীর মহাখালীর বিস্ফোরণে দগ্ধদের দেখতে যান আরাফাত'

আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকরা।উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে মহাখালী রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে খায়ের মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানের ছয়জনের চিকিৎসা চলছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত