প্রকাশ :
২৪খবরবিডি: 'আত্মগোপনে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ করে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছন। বুধবার ভোরে রাজশাহী নগরীর উপকণ্ঠ তেরখাদিয়া-সিটি বাইপাস রোডে মিছিল করেন রিজভী। এ সময় একতরফা নির্বাচন জনগণ হতে দেবে না হুঁশিয়ারি দিয়ে রুহুল কবির রিজভী বলেছেন, 'জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাঁতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে ১৪' ও ১৮' সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু তা এবার হতে দেওয়া হবে না।'
'এর আগে প্রায় সবগুলো অবরোধে রিজভী ঢাকার বিভিন্ন সড়কে 'ঝটিকা' মিছিল করেন। রিজভীর নেতৃত্বে মিছিলটি তেরোখাদিয়া স্টেডিয়াম সড়ক থেকে শুরু হয়ে
সিটি হাট রোডের ডাবলার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত
'জনগণ রুখে দেবে সরকারের নীল নকশার নির্বাচন' : রিজভী
বক্তব্য দিয়ে রিজভী চলে যান। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।'