সর্বশেষ

'' শয়তানের ঘোড়া ''

-----এম এ সায়েম

প্রকাশ :


'' শয়তানের ঘোড়া ''

                  -----এম এ সায়েম

 

শয়তানের ঘোড়া জানে কিছু থোৱা থোৱা তারাই হলো.......

সমাজ ধর্মের বিষ ফোড়া।

কিছু কিছু মাকাল ফল

মায়া কান্নায় ভাষায় বুক, চোখে অশ্রু

জল গর্ভ করে সর্বপরে..........

আটে ফাঁদে কল ,

যে পাত্রে খায় জল ,ঐ পাত্রেই করে ত্যাগ মল

ঐ হায়ানেরেই দল ,সমাজ ধর্মের রসাতল।

পরের দনে পোদ্দারী.......

পরের জায়গায় যোদ্দারী।

সুযোগ ,বুজে দল ছাড়ি ,

মাঝে মধ্যে হাল ছাড়ি ,

বাধা পাইলে শক্তিধারী।

সুযোগ পাইলেই পকেট ভারী

যাবে সরে দল ছাড়ি।

বিনা মেঘ উড়ায় ঝাড়ি

বিনা খানায় ভোজন ভারী

মাঝে মধ্যে হাত ধরি

কারো কারো পায়ে পরি।

কিছু কিছু সভাব দারি

এই ভাবতেই জীবন গাড়ি ,

লাজ লজ্জার মাথায় দাড়ি

পায়ে কষে জগরা করি।

জীবন মরণ হয় না স্মরণ

কাটায় জীবন বহু ধরন ,

চুপি চুপি মাথায় টুপি

জীবনটা তাপের বহুরূপী।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত