সর্বশেষ

'সংসদ নির্বাচনের প্রস্তুতির সঙ্গে আন্দোলন মোকাবেলায় জোর দিচ্ছে আ. লীগ'

প্রকাশ :


২৪খবরবিডি: 'সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলন কর্মসূচি মোকাবেলায় জোর দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেসব জায়গায় বিরোধীরা সচরাচর হামলা চালায় বা হামলা চালাতে পারে, সেসব জায়গায় দলের নেতাকর্মীদের দলবদ্ধভাবে সতর্ক পাহারায় থাকতে বলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নির্দেশনা দেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।'
 

'সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্রুতই তফসিল হয়ে যাবে। এখন দুটি গুরুত্বপূর্ণ কাজ হাতে আছে। একটি নির্বাচনের প্রস্তুতি, আরেকটি বিএনপির নেতৃত্বে আন্দোলনের নামে চালানো চোরাগোপ্তা হামলা প্রতিহত করা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা। আপনাদের আরো সতর্ক থাকতে হবে, যেসব জায়গায় তারা হামলা চালায়, সেসব জায়গায় উপস্থিতি জোরদার করতে হবে। প্রস্তুতি নিয়ে, জায়গা চিহ্নিত করে অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকতে হবে। তিনি বলেন, দেশে-বিদেশে বিভিন্নভাবে সরকারবিরোধী চক্রান্ত চলছে। তাদের ২৮ তারিখের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত—এটা বলা যায়। এখন তারা অস্বাভাবিক পথে চলতে শুরু করেছে। তাদের পুরনো রাজনীতির অভ্যাস অগ্নিসন্ত্রাসের উপাদান যুক্ত করেছে। এসব করে তারা শেখ হাসিনাকে হটানোর জন্য সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

 

'প্রকাশ্যে পারছে না, চোরাগোপ্তা হামলা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ নাশকতাবিরোধী দল। রাজনৈতিক অঙ্গনে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এমন অবস্থায় রাজপথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে। যৌথ সভায় অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও

'সংসদ নির্বাচনের প্রস্তুতির সঙ্গে আন্দোলন মোকাবেলায় জোর দিচ্ছে  আ. লীগ'

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী উপস্থিত ছিলেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত