সর্বশেষ

'প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা': শামীম ওসমান

প্রকাশ :


২৪খবরবিডি: 'সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি যেভাবে পুলিশকে কুপিয়ে মেরেছে এটার বিচার আপনারাই করবেন। প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। পুলিশকে কুপিয়ে মারা মানে আইনকে কুপিয়ে মারা। ওরা তো কিছু বাদ রাখেনি। সাংবাদিকদেরও পিটিয়েছে। পুলিশের লোকটার মৃত্যু কনফার্ম করার জন্য তাকে চাপাতি দিয়ে কোপানো হল। এগুলো কল্পনার অতীত। একটা ধাক্কা লেগে গেছে, ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ওরা নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে আসবে।'
 

'সোমবার সন্ধ্যায় মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে অনেক কথা বলি। অনেকে হয়ত মনে কষ্ট পায়। রাজনীতি করতে গেলে এটা করতে হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর
'প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা': শামীম ওসমান
দৃষ্টিতে দেখবেন। তিনি আরও বলেন, আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ ওদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি দেখেছি ওর া মানুষের জন্য কতটা কষ্ট করত। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুসহ প্রমুখ।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত