প্রকাশ :
২৪খবরবিডি: 'ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে কেউ যদি মানুষের স্বাধীন চলাফেরার ব্যাঘাত সৃষ্টি করে কিংবা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, আমাদের কাছ থেকে ১৪টি রাজনৈতিক দল সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিল। আমরা আশা করেছিলাম তারা সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে।'
'বিনা কারণে উপর্যুপরি বাস এবং বিভিন্ন ধরনের যানবাহনে হামলা চালাতে থাকে। এর কিছুক্ষণ পর অতর্কিতভাবে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে এবং গেট ভেঙে ফেলে। এক পর্যায়ে তারা লাঠিসোটা হাতে ভবনের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানেও ভাঙচুর চালায়। অতঃপর পুলিশি বাধার মুখে তারা বাসা থেকে বেরিয়ে যায় এবং পার্শ্ববর্তী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবন জাজেস কমপ্লেক্সে
'দেশে হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা': ডিএমপি কমিশনার
আক্রমণ চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। জাজেস কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরাসহ আশপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তাণ্ডবলীলার একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু ধ্বংসযজ্ঞের এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ধারণাতীত ছিল। তবু বাংলাদেশ পুলিশ উচ্ছৃঙ্খল আক্রমণকারীকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা কাকরাইল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানবাহন জ্বালিয়ে দেয়।'