সর্বশেষ

'অর্থপাচার মামলায় জবাব দিতে দুদকে হাজির হয়েছেন ড. ইউনূস'

প্রকাশ :


/ আইনজীবীদের নিয়ে তিনি দুদকে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস /

২৪খবরবিডি: 'অর্থপাচার মামলায় জবাব দিতে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে আইনজীবীদের নিয়ে তিনি দুদকে হাজির হন। ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে যাওয়ার কথা থাকলেও ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকাল ৯টায় দুদকে হাজির হয়েছেন। গ্রামীণ টেলিকমের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলার তদন্ত করছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।'
 

'গত ২৭ সেপ্টেম্বর (২০২৩) ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে চিঠি দেন তিনি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) হাজির হতে চিঠিতে বলা হয়েছে। গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২২ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
'অর্থপাচার মামলায় জবাব দিতে দুদকে হাজির হয়েছেন ড. ইউনূস'
এর আগে ২০২২ সালের ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের ব িরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশির ভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তা-ই নয়, আইএলওতে দেওয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চেয়েছিল সংস্থাটি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত