সর্বশেষ

'খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, মধ্যরাতে মেডিক্যাল বোর্ডের সভা'

প্রকাশ :


/ খালেদা জিয়া / ছবি: সংগৃহীত

২৪খবরবিডি: 'বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরিভাবে বৈঠকে বসেছেন তার ফুল মেডিক্যাল বোর্ড। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ব্যক্তিগত, এভার কেয়ারের চিকিৎসকেরাসহ ফুল মেডিক্যাল বোর্ড আলোচনা শুরু করেছেন। বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল স্টাফদের সূত্রে এসব তথ্য জানা গেছে।'
 

'দায়িত্বশীল ব্যক্তিরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশি ভালো না। 'অত্যন্ত সিরিয়াস' বলেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দিনাজপুর রোড মার্চেও বিষয়টি উল্লেখ করেছেন। সমাবেশে তিনি খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন। কয়েক দিন আগে খালেদা জিয়াকে হাসপাতালে দেখে এসেছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনিও এ প্রতিবেদকের কাছে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি বলেছিলেন। রবিবার রাতে মেডিক্যাল বোর্ডের সঙ্গে যুক্ত সূত্রটি জানায়, চিকিৎসকরাই হাসপাতালে বৈঠকে বসেছেন। তারা পরবর্তী করণীয় নির্ধারণ করে সিদ্ধান্ত জানাবেন।'


প্রসঙ্গত, কয়েক দিন আগে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। এ বিষয়ে ২৪খবরবিডির সঙ্গে আলাপকালে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছিল, < /span>

'খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, মধ্যরাতে মেডিক্যাল বোর্ডের সভা'

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। বিমানে ভ্রমণ করার মতো অবস্থা না। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া ভ্রমণে সক্ষম। গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত