সর্বশেষ

'জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই': সিইসি

প্রকাশ :


/ বিশিষ্টজনদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় /

২৪খবরবিডি:  'প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা সামনের দিকে তাকাতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই। সেটা পারলে আমরা ঋদ্ধ (সমৃদ্ধ) হবো। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা' শীর্ষক কর্মশালায় (আলোচনা ও পর্যালোচনা) তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের উদ্দেশে সিইসি বলেন, আমরা কিছুটা নতুন আঙ্গিকে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করেছি।'
 

'যারা রাজনীতিতে সম্পৃক্ত নন, বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা বিদগ্ধজন। তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশাটা জানতে চাই। আপনাদের মাধ্যমে যতদূর সম্ভব উঠে আসে। প্রত্যাশার বিপরীতে অনুকূল-প্রতিকূল বাস্তবতা রয়েছে। আপনারা একাডেমিক আলোচনা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা সমৃদ্ধ হবো। তিনি বলেন, আমরা জানি, আমাদের দেশে (রাজনীতি, রাজনীতিক) প্রশ্নে তীক্ষ্ণভাবে বিভক্ত।
'জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই': সিইসি
এতে রাজনৈতিক বিতর্ক উপস্থাপন হলে আলোচনাগুলো খুবই ধারালো, আক্রমণাত্মক হয়ে থাকে। আজ সেদিকে যাবো না। আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি। উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে অভিজ্ঞতা ও মতামত জানতে আজ বিশিষ্টজনদের সঙ্গে বসে নির্বাচন কমিশন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত