সর্বশেষ

পদ্মা সেতু উদ্বোধন, জনসভা পরিণত হবে জনসমুদ্রে: নানক

প্রকাশ :


 

২৪খবর বিডি: 'আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে। আওয়ামী লীগের লক্ষ্য ১০ লাখ হলেও এখনও জানা যাচ্ছে না কত লোক হবে! প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করেন তিনি।'

-শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুন মাদারীপুরের জাজিরার কাঁঠালবাড়িতে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

নানক আরও বলেন, 'দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্রকে পরাজিত করে শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করেছেন। তার রাষ্ট্রনায়কোচিত দৃঢ়তা ও সততার কারণে বাঙালি জাতি একাত্তরের পর এই আরেকটি বিজয় অর্জন করেছে।'

পদ্মা সেতু উদ্বোধন, জনসভা পরিণত হবে জনসমুদ্রে: নানক

'নানকের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম স াধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত