সর্বশেষ

'খুনিদের সঙ্গে ছাত্রসমাজ কোনও আপস করবে না': সাদ্দাম

প্রকাশ :


/ ছাত্রলীগের ছাত্রসমাবেশে সভাপতি সাদ্দাম হোসেন /

২৪খবরবিডি: 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, 'বন্যরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমন কারাগারে সুন্দর।' শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদ্দাম হোসেন বলেন, 'নো কম্প্রমাইজ উইথ কিলারস। খুনিদের সঙ্গে ছাত্রসমাজ কোনও আপস করবে না।'
 

'ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনাকে উদ্দেশ করে সাদ্দাম বলেন, টিউশনির টাকা বাঁচিয়ে, টিফিনের টাকা বাঁচিয়ে অনেক নেতাকর্মী এই সমাবেশে এসেছে। নেত্রী, আমরা কিছু চাই না আপনার ভালোবাসা ছাড়া।' ছাত্রলীগ সভাপতি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের চার ভাগের এক ভাগ কারাভোগ করেছেন। যার সুফল পাচ্ছে এবং পাবে বাংলার জনগণ।' তিনি বলেন, যারা অসৎ উদ্দেশ্যে ইতিহাস লেখে, তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মত্যাগকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে।'


'এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩টা ৪০ মিনিটে মঞ্চে আসেন।

'খুনিদের সঙ্গে ছাত্রসমাজ কোনও আপস করবে না': সাদ্দাম

এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাবেশে ছাত্রলীগের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত