সর্বশেষ

'আ.লীগের দুই দিন দুটি বড় সমাবেশে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'

প্রকাশ :


/ প্রতীকী ছবি /

২৪খবরবিডি: 'রাজধানী ঢাকায় পর পর দুই দিন দুটি বড় সমাবেশে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সমাবেশে বিপুল লোকসমাগমের মধ্য দিয়ে নিজেদের জনসমর্থনের বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন মহলে ইতিবাচক ধারণা দিতে চায় আওয়ামী লীগ। দলের একাধিক সূত্র ২৪খবরবিডিকে এ তথ্য জানিয়েছে। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ নেতাকর্মীর সমাবেশ করার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।'
 

'তাদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে সারা দেশের ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেবেন। শনিবার রাজধানীর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে বিকেলে পুরনো বাণিজ্য মেলার মাঠে সুধী ও জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতেও প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা। এখানেও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশে ঢাকা ও আশপাশের ১১টি জেলা ও মহানগরের নেতাকর্মীরা যোগ দেবেন। এ ছাড়া আজ সারা দেশ থেকে ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশও ঢাকায় অবস্থান করে আগামীকালের সমাবেশে যোগ দেবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ২৪খবরবিডিকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব সমাবেশে যোগ দিচ্ছেন সেখানেই মানুষের ঢল নামছে। ছাত্রলীগের অনুষ্ঠান ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের অনুষ্ঠান দুটিতেও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থাকবে। ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থা আছে এমন বার্তা দিতে চান তাঁরা। সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে সক্রিয় ভূমিকা রাখার কঠোর বার্তা দেওয়া হবে।'


'সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রায় মাসব্যাপী প্রচার চালিয়েছে ছাত্রলীগ। গত ১০ আগস্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রস্তুতিসভা ও ১৮ আগস্ট বিশেষ বর্ধিত সভা থেকে সারা দেশের নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাদের নিয়ে ১২৭টি সমন্বয় কমিটি এবং ১৮টি সার্বিক উপকমিটি গঠন করা হয়েছে। সমাবেশে পাঁচ লাখ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে চায় ছাত্রলীগ।

'আ.লীগের দুই দিন দুটি বড় সমাবেশে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'

এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার চালানো হয়েছে। সারা দেশে মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ সমাবেশে ১৫ হাজার থেকে ১৮ হাজার শিক্ষার্থী উপস্থিত করার লক্ষ্য নিয়েছে। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা হলগুলোতে প্রচার চালিয়েছি। শিক্ষার্থীরা সমাবেশে আসার জন্য আগ্রহ দেখিয়েছে।'
 

'মেডিক্যাল কলেজ শাখাগুলোর সমন্বয়ক সাফিনাজ হাসান তালুকদার বলেন, 'আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট করে বলা হয়নি যে এতজন আনতে হবে। নির্দেশনা ছিল সর্বোচ্চ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের আনতে। ওই নির্দেশনা অনুযায়ী আমরা শাখাগুলোতে উপস্থিতির কথা বলেছি।' সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আজ দেশের বৈধ সরকারকে হটাতে ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তির যে চক্রান্ত চলছে, ছাত্রলীগের সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে। পুরনো বাণিজ্য মেলার মাঠে সুধী ও জনসমাবেশ নিয়ে গত ২২ আগস্ট দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা ও আশপাশের ১১ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা, দলের মেয়র, সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের নিয়ে সভা করেন। সেখানে আগামীকালের জনসমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীকে উপস্থিত করার নির্দেশনা দেওয়া হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ২৪খবরবিডিকে বলেন, আমরা ৫০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেব। বাস ও ট্রেনে করে নেতাকর্মীরা সমাবেশে যাবেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত