সর্বশেষ

'চলতি বছর ডেঙ্গুতে ৫০৬ জনের মৃত্যু'

প্রকাশ :


/ ডেঙ্গু রোগী / ফাইল ছবি

২৪খবরবিডি: 'ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫০৬ জন মারা গেলেন। বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭০ জন। তাদের মধ্যে ৮৫৭ জন ঢাকার। এক হাজার ২১৩ জন অন্যান্য বিভাগের।'
 

'স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৮২৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৫৮০ জন। বাকি চার হাজার ২৪৫ জন ঢাকার বাইরে
'চলতি বছর ডেঙ্গুতে ৫০৬ জনের মৃত্যু'
অন্যান্য বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ছাড়া পেয়েছেন ৯৮ হাজার ৯৮ জন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত