প্রকাশ :
২৪খবরবিডি: 'শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার সাভারে এক কিশোরীর বিবস্ত্র ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য এবং নেশাগ্রস্ত করে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ মামলায় শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এরপর রাতে তাকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।'
'পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে এতে সুরাহা না হওয়ায় শনিবার সকালে তার মা সাভার মডেল থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, নারী ও শিশু নির্যাতন
'কিশোরী নির্যাতন: মেহনাজ মিশু যুব মহিলা লীগ থেকে বহিষ্কার'
দমন ও হত্যাচেষ্টার মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার করেছেন তারা। পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীর মা মেহনাজ মিশুর বিরুদ্ধে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। এতে ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলাসহ নির্যাতনের অভিযোগ আনা হয়। ওই অভিযোগে তাকে আটক করা হয়। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।'