সর্বশেষ

'জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের যেসব কর্মসূচি'

প্রকাশ :


২৪খবরবিডি: '১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। শোকাবহ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।'
 

'কর্মসূচির মধ্যে রয়েছে— ১৫ আগস্ট (মঙ্গলবার) সূর্যোদয়ের সময়ে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। এদিন সকাল সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ (রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে)। সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেবে ন। বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করবে। দুপুর সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন। বাদ আসর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল করবে মহিলা আওয়ামী লীগ। ১৬ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের স্মরণসভা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'


'যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগ, সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাগুলোর সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। একইসঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতাকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে, 'শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন

'জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের যেসব কর্মসূচি'

বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়' শিরোনামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুর ১২টায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে সকাল ১০টায় শতাধিক শিশুর অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্প। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে অবলম্বন করে শিশুদের অংশগ্রহণে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।'
 

'এদিন বিকাল ৩টায় একাডেমির নামাজ ঘরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পাঠপর্যালোচনা বিষয়ক বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়াও শোকাবহ আগস্ট মাসজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। জাতীয় শোক দিবসে শিশু-কিশোরদের জন্য মাইম পরিবেশন করবে মাইম আর্ট। সহজপাঠ স্কুলের আয়োজনে দনিয়া মাসুদ মঞ্চে ১৫ আগস্ট সকালে হবে এই শো। ঘণ্টাব্যাপী এই পরিবেশনায় থাকবে মাইম আর্টের শিল্পীদের দলীয় ও একক পরিবেশনা। শিশুদের জন্য থাকবে শিশুতোষ মাইম পরিবেশনাও। যার মধ্যে আছে নিথর মাহবুবের পরিবেশনায় 'অনুশোচনা' এবং টুটুলের পরিবেশনায় 'আমার স্বপ্ন'। এদিন বেলা দেড়টায় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশনে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল। সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত