প্রকাশ :
২৪খবরবিডি: 'একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য কবি মোহাম্মদ রফিক রবিবার রাত নয়টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রবিবার রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার তাকে বাগেরহাটের পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।'
'কবি লেখক ও অধ্যাপক হিসেবে দেশ বরেণ্য মোহাম্মদ রফিক ষাটের দশকে ছাত্র আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাগেরহাটের চিতলী-বৈটপুর গ্রামে জন্ম নেয়া এই কবি মৃত্যুকালে
p>
'দেশ বরেণ্য একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই'
দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কবি মোহাম্মদ রফিক একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কপিলা, খোলা কবিতা, গাওদিয়া, মানব পদাবলী।'