প্রকাশ :
২৪খবরবিডি: 'জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার নিজস্ব লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে নিজের বানিয়েছে। দেশে অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দরকার। জাতীয় পার্টি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জাতীয় পার্টি এদেশের মানুষের হয়ে কাজ করে। জাতীয় পার্টি ক্ষমতায় এসে মানুষের উন্নয়ন করেছে, দেশের উন্নয়ন করেছে। তাই জাতীয় পার্টির আর কারো সঙ্গে নির্বাচনে যাবে না। সারাদেশে ৩০০ আসনে জাতীয় পার্টি নির্বাচন করবে। আমরা জনগণের রাজনীতি করি। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। তাতে করে আমাদের যতটুকু পরিশ্রম করতে হয় আমরা করবো।'
'তিনি বলেন, সরকার এবং সরকারের দলের লোকজন প্রচার করছে জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত। বিভিন্ন মিডিয়ায় তারা এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা কখনও দুই ভাগে বিভক্ত ছিলাম না, আর বর্তমানেও নেই। এইভাবে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে জাতীয় পার্টির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছে আওয়ামী লীগ। বিনা ভোটে যারা এমপি নির্বাচিত হয়, তাদের সঙ্গে জাতীয় পার্টির কোন সম্পর্ক নেই। বগুড়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ'র সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম ওমরের
'আর কারো সঙ্গে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি' : জি এম কাদের
সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মুহাম্মাদ রাজু, বেলাল হোসেন, বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মন্টু পশারী ও আবদুল মজিদ প্রমুখ।'