সর্বশেষ

'সকল পেট্রল ও গ্যাস স্টেশনে পাবলিক টয়লেট স্থাপন করতে হবে': মেয়র আতিক

প্রকাশ :


/ মেয়র মো. আতিকুল ইসলাম /

২৪খবরবিডি: 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব পেট্রল ও গ্যাস স্টেশনে পাবলিক টয়লেট স্থাপনের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। এ পাবলিক টয়লেটগুলো সংশ্লিষ্ট মালিকদের নিজ উদ্যোগেই করতে হবে। এসব পাবলিক টয়লেট সুন্দর ব্যবস্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ডিএনসিসির টিম গিয়ে জরিমানা করবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে ওয়াটারএইড, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 'সাউথ এশিয়ান এক্সচেঞ্জ অন পাবলিক স্যানিটেশন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য মো.আতিকুল ইসলাম এ নির্দেশনা দেন।'
 

'ডিএনসিসি মেয়র বলেন, 'যত পেট্রল পাম্প ও গ্যাস স্টেশন আছে, আপনাদের অবশ্যই পাবলিক টয়লেট করতে হবে। মহিলা ও নারীদের জন্য আলাদা থাকতে হবে। আমি নির্দেশ দিচ্ছি, আপনাদের পাবলিক টয়লেটের দায়িত্ব নিতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যদি না করেন, আমরা আমাদের সিটি কর্পোরেশন টিম গিয়ে আপনাদের ফাইন (জরিমানা) করবে।' তিনি বলেন, 'আমি আপনাদের অনুরোধ করব প্রত্যেক গ্যাস, পেট্রল স্টেশন
'সকল পেট্রল ও গ্যাস স্টেশনে পাবলিক টয়লেট স্থাপন করতে হবে': মেয়র আতিক
ও শপিংমলে পাবলিক টয়লেট স্থাপন করবেন। এ ছাড়া আমি সমাজের সকল সিভিল সোসাইটিকে বলছি, আপনারা আমাদের পাবলিক টয়লেট ব্যবহার করুন এবং আমাদের যে সবার ঢাকা অ্যাপ আছে সেখানে গিয়ে আপনাদের মতামত দিন। কারণ, আপনাদের মতামতও গুরুত্বপূর্ণ।' মেয়র জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪০টি পাবলিক টয়লেট রয়েছে। সবার ঢাকা অ্যাপে এ পাবলিক টয়লেটগুলোর লোকেশন দেওয়া আছে। অ্যাপ ওপেন করলে লোকেশনগুলো দেখা যাবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত