সর্বশেষ

'সরকারের পতনের আন্দোলনে বিএনপিকে সমর্থন চরমোনাইয়ের পীরের'

প্রকাশ :


২৪খবরবিডি: 'সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন চরমোনাইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই সমাবেশ করেছে দলটি।'
 

'দাবি আদায়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলা ও থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বরে জেলা ও মহানগরে সমাবেশের ঘোষণা করেন মুফতি রেজাউল করীম। তিনি বলেছেন, অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন জানাচ্ছে ইসলামী আন্দোলন। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশিদের তৎপরতার সমালোচনা করে মুফতি রেজাউল পীর বলেছেন, দেশ ও নির্বাচন আমাদের। বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। বিদেশীদের প্রেসক্রিপশনে দেশ ও নির্বাচন চলবে না। চরমোনাইয়ের পীর বলেছেন, সরকার সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে চায়।'


'অথচ তারাই বার বার সংবিধান পরিবর্ত ন করেছে। লুটেরা সরকারের একজনকেও ছাড় দেয়া হবে না। যে সব কর্মকর্তা-কর্মচারিরা ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে তাদেরও ছাড়া হবে না। সরকারের অন্যায় আদেশ পালন থেকে বিরত

'সরকারের পতনের আন্দোলনে বিএনপিকে সমর্থন চরমোনাইয়ের পীরের'

থাকতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলটির মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ জ্যেষ্ঠ নেতারা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত