সর্বশেষ

'নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিয়ে ভোট দিতে নিরুৎসাহ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। রবিবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর কড়াইল আদর্শনগর এলাকায় জনসংযোগকালে তিনি ওই অভিযোগ করেন। মোহাম্মদ এ আরাফাত বলেন, 'আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনে আমি নির্বাচিত হলে সব নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব। কড়াইল আদর্শনগর এলাকায় গ্যাস, পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে।'
 

'আপনাদের সঙ্গে সমন্বয় করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে সমাধান করব।' তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। মোহাম্মদ এ আরাফাত বলেন, 'আওয়ামী লীগকে সব সময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুত্সাহ করছে। সব ষড়যন্ত্র
'নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত'
মোকাবেলা করে আগাম ী ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।' এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত