প্রকাশ :
২৪খবরবিডি: 'বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। কীসের উন্নয়ন? দেশে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট হচ্ছে, আর এর লক্ষ্য হচ্ছে প্রজেক্টর নামে অর্থ লুট করে বিদেশে পাচার করা। যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট। যত সংকট তা টাকা পাচারের জন্য।' তিনি বলেন, 'এ সরকার ক্ষমতায় আসার পর সবকিছুর দাম কয়েকগুণ বেড়েছে। এর কারণ অবাধ লুটপাট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হলে, বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।'
'ম
ির্জা আব্বাস বলেন, 'জনগণ আজ অতীষ্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। এ থেকে জনগণকে রক্ষা করতে হলে, হাইজ্যাক হওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে একদফা আন্দোলন ছাড়া বিকল্প নেই।' তিনি বলেন, 'আজ আমাদের অনেক কর্মী জেলে আছে। আমি বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করব।'
'সরকার প্রজেক্টর নামে অর্থ লুট করে বিদেশে পাচার করছে' : মির্জা আব্বাস
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।'