সর্বশেষ

'ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে ছিঁচকে অপরাধীদের জামিন চায় না ঈদের আগে': ডিএমপি

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে ছিঁচকে অপরাধীরা যেন জামিন না পায় সে ব‌্যাপারে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার।' খন্দকার গোলাম ফারুক বলেন, ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে এক মাস ধরে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।'
 

'এ পর্যন্ত ৬০০ পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চেষ্টা করব, ঈদের আগে যেন তাদের জামিন না হয়।ডিএমপি কমিশনার বলেন, গত ঈদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারও আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব বলে আশা করছি। তিনি বলেন, সার্বক্ষণিক টহল পুলিশ থাকবে, সিসি ক‌্যামেরা থাকবে, ডিবি পুলিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে। এরপরও যারা বাড়িতে যাচ্ছেন, স্বর্ণ বা নগদ টাকা কারও কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাবেন। এ ছাড়া ফাঁকা ঢাকায় তরুণদের মোটরসাইকেল বা কার রেস না করার বিষয়েও সতর্ক করেন ডিএমপি কমিশনার।'


'তিনি বলেন, পশুর হাটগুলোতে নিরাপত্তাজনিত বিভিন্ন ব‌্যবস্থা নেয়া হয়েছে। হাটের কারণে যেন যানজট না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রয়েছে। প্রতিটি গরুর হাটে জাল টাকার মেশিন,

'ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে ছিঁচকে অপরাধীদের জামিন চায় না ঈদের আগে': ডিএমপি

ব‌্যাংক এবং হাসিলের জন‌্য বিশেষ ব‌্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, কোরবানির ঈদ আসলে জাল টাকার ছড়াছড়ি হয়। এ ব‌্যাপারেও আমরা সতর্ক রয়েছি। হাটে মিশিন বসানো হয়েছে। ডিবি পুলিশ এ ব‌্যাপারে সর্তক।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত