সর্বশেষ

'হজের আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু'

প্রকাশ :


২৪খবরবিডি: 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...' ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। রবিবার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারেরও বেশি লোক হজ পালন করেছে।'
 

'এর আগের বছর প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছেন।
'হজের আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু'
কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত