প্রকাশ :
২৪খবরবিডি: 'চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন। শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রী এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন।'
'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ জুন) ডব্লিউইএফ কার্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর 'এ টক এট দ্য ডব্লিউইএফ' এ যোগ দেন।
সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত 'নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। এদিন তিনি সন্ধ্যায় একটি সামাজিক
'সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী'
সংবর্ধনায়ও যোগ দেন। প্রধানমন্ত্রী এই সফরে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন; এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।'-বাসস