সর্বশেষ

'বরিশাল সিটির নির্বাচিত নতুন মেয়র আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ'

প্রকাশ :


/ সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে কথা বলেন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ /

২৪খবরবিডি: 'ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ২২৮ ভোট।সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সমন্বিত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।'  
 

'বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)।বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন। তারা হলেন- মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি)।'


'এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১২৬টি।

'বরিশাল সিটির  নির্বাচিত নতুন মেয়র আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ'

এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। সোমবার সকাল ৮টায় ইভিএমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত