সর্বশেষ

'বিচার বিভাগকে আরও তৎপর হতে হবে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে': রাষ্ট্রপতি

প্রকাশ :


/ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল আজ বঙ্গভবনে 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২২' পেশ করেন / ছবি : পিআইডি

২৪খবরবিডি: 'জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচার বিভাগকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার বঙ্গভবনে 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২২' পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
 

'রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলাকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বিচারাধীন মামলাগুলো হ্রাস করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস চালানোর পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করে স্বাধীনতার সুফল
 'বিচার বিভাগকে আরও তৎপর হতে হবে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে': রাষ্ট্রপতি
জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।'-সূত্র : বাসস

Share

আরো খবর


সর্বাধিক পঠিত