প্রকাশ :
২৪খবরবিডি: 'যশোরে বাঁশের লাঠিতে পতাকা বেঁধে সমাবেশে হাজির হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ফলে সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ' এবং ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শনিবার দুপুর ২টায় সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি।'
'তিনি অভিযোগ করেন, সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দিচ্ছেন।বাঁশের লাঠি নিয়ে নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, কিছু নেতাকর্মী বাঁশের লাঠিতে পতাকা বেঁধে মিছিল নিয়ে সমাবেশে আসেন। তাদের নিষেধ করা হয়েছে। পরে তারা লাঠি ফেলে দিয়েছেন।
'যশোরে বিএনপি নেতাকর্মীদের লাঠি মিছিল'
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। বিএনপির কিছু নেতাকর্মী লাঠি নিয়ে আসলেও পরে তারা তা ফেলে দিয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।'