প্রকাশ :
২৪খবরবিডি: 'গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার সময় টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপালপুর এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ওপর হামলা হয়েছে।এ সময় প্রার্থী জায়েদা খাতুন, জাহাঙ্গীর আলম, ক্যামেরাম্যান সুলতান মিয়া, আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর জায়েদা ও জাহাঙ্গীর পূর্ব থানায় আশ্রয় নেন।'
'তিনি বলেন, 'আজমত উল্লার সন্ত্রাসী ও অস্ত্রধারী বাহিনী আজকে হামলা করে
ছে। প্রশাসনও তাদের ভয়ে কিছু বলছে না। এটা ভোটের কোনো পরিবেশ হতে পারে না। আমাদের যারা সাপোর্ট করে, তাদের বাড়ি বাড়ি গিয়ে অথবা ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তারা যেন আমাদের টেবিল ঘড়ি মার্কার ভোটটা না করে।'
'গাজীপুরে সিটি নির্বাচন: মেয়র প্রার্থী জায়েদা ও জাহাঙ্গীরের ওপর হামলা'
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলম থানায় এসেছিলেন। হামলার ঘটনায় তাঁদের গাড়িচালক শুভ বাদী হয়ে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। এভাবে হামলা করা ঠিক হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'