সর্বশেষ

ঢাবিতে হামলা: প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল

প্রকাশ :


২৪খবর বিডি: ' নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৬ মে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ ও বিশ্ববিদ্যালয়) ও ২৭ মে সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। মঙ্গলবার (২৫ মে) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।'

'এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অভিযোগ করেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের ৮০ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন। ক্যাম্পাসে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

 

                 ঢাবিতে হামলা: প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে  ছাত্রদল


-তিনি আরও বলেন,ছাত্রদলের নেত্রী মানসুরা আলম,রেহেনা আক্তার শিরীন, শানজিদা ইয়াসমিন তুলি,সৈয়দা সুমাইয়া পারভীন,তন্বী মল্লিক হামলা থেকে রেহায় পাননি। তাদেরকেও সড়কে ফেলে পেটানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মী ও চিকিৎসকদের হয়রানি করছে ছাত্রলীগের কর্মীরা।

জুয়েল বলেন, ' কেন্দ্রী য় সংসদের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান,সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহইয়া,সাবেক সহ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আক্তার,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আকতার হোসেন,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সোহেলসহ অনেকে আরও অনেকে আহত হন।'

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত