সর্বশেষ

ঢাবিতে তাণ্ডব শুরু করেছে ছাত্রলীগের ছেলেরা : মির্জা ফখরুল

প্রকাশ :


মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ফাইল ছবি /

২৪খবর বিডি: ' ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।'

তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ছেলেরা তাণ্ডব শুরু করেছে। পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার জীবননাশের যে হুমকি দিয়েছেন, ছাত্রদল প্রথম দিনই এর প্রতিবাদ করেছে, গতকালও করেছে। সেখানেও ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছেন, হুমকি দিয়েছেন। ছাত্রদলকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

* গতকাল সোমবার রাত আটটার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকালের সভার সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, ' আজ সকালে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় এবং ভয়াবহভাবে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর আক্রমণ করে। যারা বিনা উসকানিতে হামলা করেছে, আহত করেছে, তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'
 

/   ঢাবিতে তাণ্ডব শুরু করেছে ছাত্রলীগের ছেলেরা : মির্জা ফখরুল   /


-গতকালের সভা নিয়ে ফখরুল বলেন, খালেদা জিয়া, ড. ইউনূসসহ দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সম্পর্কে শেখ হাসিনা যে অসম্মানজনক মন্তব্য করেছেন, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্য খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল। অনির্বাচিত সরকারের প্রধান হিসেবে এই মন্তব্য অত্যন্ত বিপজ্জনক। কারণ, নির্বাহী বিভাগের প্রধান যখন পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন, তখন তা হত্যার নির্দেশের পর্যায়ে পড়ে।

' বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইউনূস। তাকে নিয়েও তিনি একই ধরনের হুমকি দেন, যা রাজনৈতিক শিষ্টাচারবর্জিত, অশালীন ও কুরুচিপূর্ণ। বিএনপি এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।'

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত