সর্বশেষ

'প্রথমবারের মতো দিনব্যাপী রেকর্ড প্রদর্শনী, উদ্বোধক সৈয়দ আব্দুল হাদী'

প্রকাশ :


/ সৈয়দ আব্দুল হাদী /

২৪খবরবিডি: 'বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন হতে যাচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে। সংগীতে ভাইনাল রেকর্ডের (পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি রেকর্ড) ব্যবহার দেশে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এই উপলক্ষে ২৯ এপ্রিল রাজধানীর ডেইলি স্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী রেকর্ড প্রদর্শনীর। এদিন সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।'
 

'এ ছাড়াও অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক মতিউর রহমান। এমনটাই জানান, রেকর্ড স্টোর ডে উদযাপন কমিটির সদস্য হারুন আল রশীদ। প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবারে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে উদযাপিত হয়। সে হিসাবে এ বছর দিবসটি উদযাপিত হয়েছে ২২ এপ্রিল। তবে ঈদ-উল-ফিতর ও রমজানের কারণে বাংলাদেশে সেই উদযাপনে খানিক বিলম্ব হয়। ঠিক এক সপ্তাহ পিছিয়ে ২৯ এপ্রিল শনিবার রেকর্ড স্টোর ডে উদযাপন করা হচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে- এই দিবসটির ধারণা প্রথম আসে আমেরিকার বুল মুজ মিউজিক-এর মালিক ক্রিস ব্রাউন এবং ক্রিমিনাল রেকর্ডস-এর মালিক এরিক লেভিনের মস্তিষ্ক থেকে। এদের মিলিত চেষ্টাতেই ২০০৭ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে উদযাপিত হয়। বর্তমানে এই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০৭ সাল, যে বছর রেকর্ড স্টোর ডে প্রথম উদযাপিত হয়, সে বছর যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে রেকর্ড বিক্রি হয়েছিলো মাত্র দেড় মিলিয়ন। মজার বিষয় হলো, পরের বছর দ্বিগুণেরও বেশি রেকর্ড বিক্রি হয়, সাড়ে তিন মিলিয়ন। এরপর ব িস্ময়করভাবে প্রতি বছরই রেকর্ড বিক্রির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০২২ সালের হিসাব বলছে, বছরটিতে আমেরিকায় গ্রামোফোন রেকর্ড বিক্রির সংখ্যা ৪১ মিলিয়ন, যেখানে সিডি বিক্রির সংখ্যা ৩৩ মিলিয়ন। বলা প্রয়োজন যে, ১৯৭০-এর দশকে প্রথমে ক্যাসেট এবং পরে ১৯৮০-এর দশকে সিডির আগমনে গ্রামোফোন রেকর্ড তার বাজার হারিয়ে ফেলেছিলো বিশ্বজুড়ে।'


'গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে এই উপমহাদেশেও বাংলা, হিন্দি ও উর্দু গানের বড়সড় একটি বাজার তৈরি হয়েছিল। জন্ম হয়েছিল অসংখ্য কালজয়ী শিল্পী ও গানের। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশির ভাগ গান প্রকাশ হয়েছিলো কলকাতার হিন্দুস্তান রেকর্ড থেকে। ঢাকাতে ছিলো ঢাকা রেকর্ড নামের একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রথম রেকর্ড গোপনে এই প্রতিষ্ঠান থেকেই বের হয়েছিলো বলে অনেকে ধারণা করেন। এ ছাড়া বাংলাদেশের

'প্রথমবারের মতো দিনব্যাপী রেকর্ড প্রদর্শনী, উদ্বোধক সৈয়দ আব্দুল হাদী'

বহু চলচ্চিত্র এবং আধুনিক গানের রেকর্ডও এই ঢাকা রেকর্ড থেকে প্রকাশিত হয়েছিলো, যা এখন শুধুই ইতিহাস। রেকর্ড স্টোর ডে উদযাপন কমিটির সদস্য হারুন আল রশীদ মনে করেন, 'রেকর্ড স্টোর ডে উদযাপন শুরুর পর থেকে গ্রামোফোন রেকর্ডের প্রচার ও প্রসার পুনরায় বাড়তে শুরু করে গোটা বিশ্বে। যে কারণে আমরাও ধরে নিতে পারি, দেশে এমন দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা আমাদের সংগীতকে আরও শুদ্ধরূপে শোনার সুযোগ পাবো। একই সঙ্গে বিশ্ব সংগীতের রস আস্বাদনেরও সুযোগ বৃদ্ধি পাবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত