প্রকাশ :
২৪খবরবিডি: 'রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক সংকট নিরসনে কোনো মধ্যস্থতা করব না। তবে তারা চাইলে সহযোগিতা করব। রোববার (১২ মার্চ) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।'
'আর যদি সব দল অংশগ্রহণ করে আমরা নিশ্চিত নির্বাচনের ফলাফলটা অনেক বেশি ভালো, অনেক বেশি ইতিবাচক হবে। জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য হবে। এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, অংশগ্রহণের বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেবো না। এটা রাজনৈতিক ইস্যু।
'চাইলে সহযোগিতা করব, মধ্যস্থতা করব না' : সিইসি
কোনো সংকট থেকে থাকে তারা আলোচনার মাধ্যমে নিরসন করবেন। আমরা ব্রোকারেজ করব না, করতে পারব না। কিন্তু আমরা ওপেনলি আহ্বান করে যাব, আমরাদের দরজা খোলা আছে, কোনো পার্টি যদি এসে সহযোগিতা কামনা করতে চান আমরা সবসময় প্রস্তুত আছি আমাদের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা প্রদান করা দরকার, সেগুলো আমরা করে যেতে পারব।