'দেশে রেল যোগাযোগ উন্নয়নে কারিগরি সহায়তায় চুক্তি পরামর্শক নিয়োগে'
প্রকাশ :
২৪খবরবিডি:'রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ছয়টি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির মূল্য ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকা।'
'মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। ৩০ মাস মেয়াদি এই চুক্তির আওতায় পরামর্শ সেবা দেবে— জাপানের ওরিয়ান্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড,
'দেশে রেল যোগাযোগ উন্নয়নে কারিগরি সহায়তায় চুক্তি পরামর্শক নিয়োগে'
ফ্রান্সের ইজিআইএস রেল ও মালেশিয়ার এইচএসএস ইন্টিগ্রেটেড এসডিবির সঙ্গে বাংলাদেশি কেএস কনসালটেন্ট লিমিটেড, বাংলাদেশি সোদেব কনসালট ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্ট্যাটেজি কনসালটিং ক
োম্পানি লিমিটেড, দেব কনসালন্টিং লিমিটেড এবং এসএআরএম এসোসিয়েট লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।'