প্রকাশ :
২৪খবরবিডি: 'মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, এখনও তার অবস্থা আশঙ্কাজনক, তেমন কোনও উন্নতি হয়নি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আঁখির অবস্থা রবিবার ও সোমবার একইরকম রয়েছে। তেমন পরিবর্তন হয়নি।'
/ শারমিন আঁখি /
'আঁখি
র স্বামী নির্মাতা রাহাত কবির ২৪খবরবিডিকে বলেন, রবিবার ডাক্তার অনেকগুলো পরীক্ষা করিয়েছেন। তবে তেমন গুরুতর নয় বলে জানিয়েছিলেন। আজকে পরিস্থিতি খারাপের দিকে গেছে কিছুটা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।
'এখনও আশঙ্কাজনক অভিনেত্রী আঁখির অবস্থা'
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শারমিন আখি। প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের এইচডিইউতে ভর্তি করা হয়। তার শরীরের শ্বাসনালীসহ ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, শুটিং স্পটের বাথরুমে কোনওভাবে গ্যাস হয়েছিল। আর বৈদুতিক স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।'